একবিংশ শতাব্দী
**একবিংশ শতাব্দী**
✒অরুনিকা সাহু
মনে কোন ছেদ নাই ভাবনার
আমাদের শুরু থেকে শেষটাই ঝগড়ার।
ভালোবাসা টালোবাসা যত সব
আছে শুধু আলো আশা ভাষাভাষা কথাসব।
তারপর ঘোরাঘুরি ট্রাম গাড়ি রেল গাড়ি,
খাওয়া-দাওয়া রকমারী বাহারে র
সাথে আছে ফেসবুক ইনস্টা না কিম্ভূত!
ছবি তুলে পোস্টটিয়ো শখানেক।
তার সাথে আরও আছে ফুচকা বা চুরমুর।
হুইস্কির এক পেগে হয় নাকি নেশাতুর!
তার আগে বলো দেখি রাত্তির বারোটায়,
ফোনে কেন পাই না!? কার সাথে কথা হয়?
বিটকেল ছোকরাকে পাটকেল ছুড়ে মার,
শাকচুন্নির দল ময়দা মেখেই সার।
প্রেম ভালোবাসা নিয়ে থাকলেই হবে না,
পড়াশোনা না হলে টিকিটি পাবেনা।
আশ্বাস ,বিশ্বাস ,চেষ্টা ,প্রতিজ্ঞা,
সবই শুনি তবু জানি ফুটানি-কা-ডিব্বা।
আরো আছে নারীবাদ, এক্সট্রা আধুনিকতা,
গোড়া থেকে গোঁড়ামি তবু কেন যায় না!
(আজ) মানুষ হচ্ছে বড় তলানীতে পৃথিবী,
মশাগুলো তাই বলে don't care DDT;
বাহিরেতে ফুর্তি ঘরে কেন কাঁদি
এই দেখো হাল, একবিংশ শতাব্দী।

ভালো হয়েছে
উত্তরমুছুন