বছর পাঁচেক

 







বছর পাঁচেক

✒সৌভিক দাস


বছর পাঁচেক পর
আবার হলো দেখা - 
ঠিক সেই , ঘাট ঘেরা শূন্য স্থানে ;
সেদিন আমরা থমকে ছিলাম
শুধু বদলে গেছিলো স্থানীয় অভ্যাস ,
প্রশ্নের আগেই যেন আটকে গেছিলাম - 
অবাধ বারণের কাছে - উত্তর না জানলেও , প্রশ্ন করতে হয়?
সেইসব গেছি ভুলে !
কিরকম,
অনুভূতির মধ্যে দিয়ে 
যাচ্ছিল সেবার 
কঠিন ধাঁধার হতচকিতয়
পাল্টে যাওয়ার হাল;
সেইবার শুধু বলছিলাম আমরা -
কেমন চলছে দিন? আছিস কেমন? আর আগামী? ইত্যাদি ইত্যাদি...
তবে সেই ফেরিওয়ালার দল -
গান গেয়ে কোকিলের মতো
কিংবা সূর্যের আলোর মতো
উজ্জীবিত হয়ে ঝরেছিল , ফিরে দেখা পাঁচটি বছরের ইতিহাস ধরে!
যেন বলেই ওঠা হয় নি , মনে কি পড়ে আমাকে ?
মনে পড়ে বাসা ফেরত ফুচকার জল 
অথবা ছায়া ভরা গাঁ ঘেঁষড়ানো ফুটপাতের স্টল বা
অসমাপ্ত প্লাবন ভরা সংসারে আমাদের ভালোথাকার কথা ,
মনে পরে !
তোর আঙিনা ঘিরে -
তোর নয়নে ডুবে যাওয়া 
আকাশ ছুঁয়ে আসা সেই লেলিহান শিখা
আর গল্প ভরা রঙিন ছাতা -
সব যে গেছে চলে!
তোর নয়নে আজও অদ্ভুত ভাবে আটকে দিয়েছে আমাকে,
যেনও শেষের কবিতার অনিমেষ
মাধবীলতাকে ডাকছে
আজও বারেবারে !
তোকে যে এবার যেতে হবে -
যেতে হবে বহুদূর একা ,
ফিরবি কি আর মনের প্রান্তরে ?
আর কি পাবো তোর দেখা....
কারণ তুই তো অন্যের স্ত্রী -
বেঁধেছিস ঘর এই দুবছরে
ডাক দিলেও পাবো না আর 
একা তোকে
বিশ্ব বা সংসারে,
আমি যে নিঃস্ব বালক 
পুড়িয়েছি মনের ছাই
অতল সমুদ্রে ডুব দিয়ে
আজো পাইনি কোনও ঠাঁই ,
যদি আবার হয় দেখা
সেদিন না হয় উত্তর খুঁজবো - হবে মন খুলে কথা,
বছর বছর মন ছোঁয়াবো 
ঘাট হবে এবার একা,
শূন্য বুকে লিখে বলবো
বছর পাঁচেক পর 
আবার হোক দেখা।।

"সৌভিক দাস জন্ম এবং বড়ো হয়ে ওঠা এই প্রাণের শহর কলকাতাতে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।নেশা বলতে বই পড়া ও কবিতা লেখা , গান শোনা, কোনো এক নতুন উদ্দেশ্যে রওনা দেওয়া।প্রিয় লেখক অবশ্যই প্রথমে জীবনানন্দ দাশ তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনন্যা বিশিষ্ট লেখকেরা"

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.