আত্মশুদ্ধি

আত্মশুদ্ধি
✒স্নেহা বোস
কথায় আছে ভগবান দর্শনের আগে নাকি আত্মশুদ্ধির প্রয়োজন হয়।।। আচ্ছা কেউ বলতে পারেন আত্মা ই বা কি আর তার শুদ্ধি বা কি প্রকার এ সম্ভব?? আর সব থেকে বড় কথা হলো ভগবান ই বা কি? তার দর্শন মিললেই বা কি হবে???
সবার আগে জানা প্রয়োজন আত্মা কি?? আচ্ছা দিনের কোনো কোনো সময় তো আপনারা একলা থাকেন, সম্পূর্ণ ভাবে নিজের সাথে সময় কাটান তখন তো নিজের সাথে আপনার কথা চলেই।। মুখে কোনো প্রকার শব্দ না করেই মনে মনে নিজের সাথে খানিক কথা বলেন।। তাহলে সেই কথা গুলো আপনার কান অবধি যায় কি করে? আসলে যার কথা গুলো সেইসময় আপনার কানে ভেসে ওঠে, যাকে আপনি মন বলে সম্বোধন করছেন সে ই হলো আপনার আত্মা।। ঠিক আছে একটু সহজ করে বলি তাহলে।। আপনি কে?? এখন হয়তো নিজের নাম বলবেন, নিজের গুষ্টির পরিচয় দেবেন তাইতো??ধরুন আপনার নাম নেই, পরিচয় নেই, কিচ্ছু নেই। প্রত্যেক টা মানুষ এর জীবনেই তো একটা সময় থাকে যখন তার নাম পরিচয় কিচ্ছু থাকে না, তখন সে কে? এবার কেউ বলবেন আমি একজন পুরুষ আর কেউ বলবেন আমি নারী, কিংবা আমি নপুংসক। জন্মের পরই কি আপনি জানতেন আপনার লিঙ্গ কি? জানতেন না তো? এমন কি আপনি এটাও জানতেন না আপনি কোন জীব। তবুও দেখুন যারা আমাদের গুরুজন তারা প্রায়শই আমাদের ছোটবেলার গল্প করেন ,আমরা কি কি করতাম তখন। তা র মানে দাঁড়ায় যে, তখনো আপনার ভাব প্রকাশ ঘটতো। তাহলে ভাবুন, যে সময় আপনার মস্তিষ্ক কিছু বুঝতো না সেই সময় আপনাকে কে চালনা করত! হ্যাঁ ,এই সেই আত্মা যে কিনা সর্বক্ষণ আপনাকে চালোনা করে। জাগতিক সমস্ত সজীবের আত্মা রয়েছে, সেই তার বাহ্যিক শরীর কে নিজের ইচ্ছায় চালনা করে।আর আপনার মস্তিষ্ক হলো সেই পবিত্র বিল্বপত্র যার সুচিন্তায় আপনার, আপনার আত্মার শুদ্ধি ঘটে। এবার বুঝলেন তো আত্মার শুদ্ধি কি???
স্যার আইজাক নিউটন বলেছেন," For every action,there is an equal and opposite reaction"...অর্থাৎ" যেমন কাঠ খাবেন তেমন আংড়া হাগবেন"... আর আপনার এই যাবতীয় কার্যকলাপের বিচারক যিনি ,তিনি হলেন বিধাতা অর্থাৎ ভগবান।
সুতরাং আজ থেকে নামমাত্র ঈশ্বর আর পাপ পুণ্যের বিচার না করে নিজের চিন্তাশক্তির সদ্ব্যবহার করুন,অন্যের শুদ্ধির চিন্তা না করে নিজের আত্মশুদ্ধির ব্যবস্থা করুন।
কথায় আছে ভগবান দর্শনের আগে নাকি আত্মশুদ্ধির প্রয়োজন হয়।।। আচ্ছা কেউ বলতে পারেন আত্মা ই বা কি আর তার শুদ্ধি বা কি প্রকার এ সম্ভব?? আর সব থেকে বড় কথা হলো ভগবান ই বা কি? তার দর্শন মিললেই বা কি হবে???
সবার আগে জানা প্রয়োজন আত্মা কি?? আচ্ছা দিনের কোনো কোনো সময় তো আপনারা একলা থাকেন, সম্পূর্ণ ভাবে নিজের সাথে সময় কাটান তখন তো নিজের সাথে আপনার কথা চলেই।। মুখে কোনো প্রকার শব্দ না করেই মনে মনে নিজের সাথে খানিক কথা বলেন।। তাহলে সেই কথা গুলো আপনার কান অবধি যায় কি করে? আসলে যার কথা গুলো সেইসময় আপনার কানে ভেসে ওঠে, যাকে আপনি মন বলে সম্বোধন করছেন সে ই হলো আপনার আত্মা।। ঠিক আছে একটু সহজ করে বলি তাহলে।। আপনি কে?? এখন হয়তো নিজের নাম বলবেন, নিজের গুষ্টির পরিচয় দেবেন তাইতো??
ধরুন আপনার নাম নেই, পরিচয় নেই, কিচ্ছু নেই। প্রত্যেক টা মানুষ এর জীবনেই তো একটা সময় থাকে যখন তার নাম পরিচয় কিচ্ছু থাকে না, তখন সে কে?
এবার কেউ বলবেন আমি একজন পুরুষ আর কেউ বলবেন আমি নারী, কিংবা আমি নপুংসক। জন্মের পরই কি আপনি জানতেন আপনার লিঙ্গ কি? জানতেন না তো? এমন কি আপনি এটাও জানতেন না আপনি কোন জীব। তবুও দেখুন যারা আমাদের গুরুজন তারা প্রায়শই আমাদের ছোটবেলার গল্প করেন ,আমরা কি কি করতাম তখন। তা র মানে দাঁড়ায় যে, তখনো আপনার ভাব প্রকাশ ঘটতো। তাহলে ভাবুন, যে সময় আপনার মস্তিষ্ক কিছু বুঝতো না সেই সময় আপনাকে কে চালনা করত! হ্যাঁ ,এই সেই আত্মা যে কিনা সর্বক্ষণ আপনাকে চালোনা করে। জাগতিক সমস্ত সজীবের আত্মা রয়েছে, সেই তার বাহ্যিক শরীর কে নিজের ইচ্ছায় চালনা করে।আর আপনার মস্তিষ্ক হলো সেই পবিত্র বিল্বপত্র যার সুচিন্তায় আপনার, আপনার আত্মার শুদ্ধি ঘটে। এবার বুঝলেন তো আত্মার শুদ্ধি কি???
স্যার আইজাক নিউটন বলেছেন," For every action,there is an equal and opposite reaction"...
অর্থাৎ" যেমন কাঠ খাবেন তেমন আংড়া হাগবেন"... আর আপনার এই যাবতীয় কার্যকলাপের বিচারক যিনি ,তিনি হলেন বিধাতা অর্থাৎ ভগবান।
সুতরাং আজ থেকে নামমাত্র ঈশ্বর আর পাপ পুণ্যের বিচার না করে নিজের চিন্তাশক্তির সদ্ব্যবহার করুন,অন্যের শুদ্ধির চিন্তা না করে নিজের আত্মশুদ্ধির ব্যবস্থা করুন।
![]() |
আমি"স্নেহা বোস, নদীয়া জেলায় জন্ম, পড়াশোনা সূত্রে এখন কলকাতা বাসী।। লিখতে পটু নই তবে চেষ্টায় ক্ষতি নেই।।
কোন মন্তব্য নেই