**আরও একটা বছর**✒অরুনিকা সাহুআরও একটা বছর,ভাঙ্গাচোরা আমিআর আমার বেকারত্ব ;সাথে মানুষের নজর।সাহসটাই তো দামি!আছে তবু একাকীত্ব ,সাথে ফেল-এর নম্বর ।উদ্দেশ্যহীন জীবন,রাখি তবে আনুগত্যকর্তব্যের উপর।আমি অনু(অরুনিকা সাহু), বর্ধমানে আমার বেড়ে ওঠা। পড়াশোনার জন্য কলকাতায় যাওয়া। টুকটাক লিখতে ভালোবাসি🙂
কোন মন্তব্য নেই