মেঘের দেশের মেয়ে
"মেঘের দেশের মেয়ে "
✒ তন্ময় হালদার
ওগো মেঘের পরী, মেঘের দেশের মেয়ে
চুপটি কেন করে আছো মুখপানে চেয়ে?
লাবণ্যতে মুগ্দ্ধ আমি, হিংসে হচ্ছে খুব;
মেঘলা মুখে ছড়িয়ে দ্যুতি রয়েছ নিশ্চুপ |
চম্পক বুঝি ধার দিয়েছে রঙের আভাময়?
বলতে বুঝি হচ্ছে দ্বিধা, তবু করছি অনুনয় |
দমকা বাতাসে বড়ো বেসামাল, তোমার এলোকেশ
নির্ঝরিনী বয়ে চলে যেন প্রানহীন নিঃশেষ |
নিকষ কালো গভীর দুটি চোখের তারায়,
ভালোলাগারা হাতছানি দেয় জড়ায় রূপের মায়ায় |
ছন্দে ছন্দে পথ চলা ঢেউয়ের ওঠানামা,
পূর্নিমার ওই মেঘলা রাতে যেন আবছায়া চন্দ্রমা |
প্রমানলের স্ফুলিঙ্গতে মোর হৃদয় তেজোময়;
ভাঙুক তোমার নিস্তব্দ্ধতা হোক বাক্য বিনিময় ||

কোন মন্তব্য নেই