স্বর্গ কারও পদতলে নয়

 


"স্বর্গ কারও পদতলে নয়"

প্রসাদ সিং


ইদানিং উদযাপনের পেছনে স্বার্থ লুকিয়ে থাকছে

সে প্রেম হোক বা ঈশ্বর বা রাষ্ট্রীয় উদযাপন 

যাপনে সুখ হাসিতে পিঠ ঠেকে যাচ্ছে দেওয়ালে 

দেওয়াল জুড়ে তোমার কৈফিয়তদের মৃত্যুশ্বাস 


আমিও ক্ষমতাহীনতায় ঠুঁটো জগন্নাথদের দলে 

সংঘর্ষে টিকে থাকাদের দলে ঢুকে যাচ্ছি 

একদিন ইতিহাস সৃষ্টি না করলেও সাক্ষী থাকবো 

ভিড় থেকেই উঠে আসতে হবে নাহলে মিশে যাও 


আমার চিৎকারের প্রতিধ্বনি আসবে একদিন 

আমার মূর্তি বসানোর দরকার নেই 

মালা টা পড়ুক ভালোমানুষদের গলায় 

শুধু জেনো , স্বর্গ কারো পদতলে নয় ।

1 টি মন্তব্য:

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.