স্বর্গ কারও পদতলে নয়
"স্বর্গ কারও পদতলে নয়"
প্রসাদ সিং
ইদানিং উদযাপনের পেছনে স্বার্থ লুকিয়ে থাকছে
সে প্রেম হোক বা ঈশ্বর বা রাষ্ট্রীয় উদযাপন
যাপনে সুখ হাসিতে পিঠ ঠেকে যাচ্ছে দেওয়ালে
দেওয়াল জুড়ে তোমার কৈফিয়তদের মৃত্যুশ্বাস
আমিও ক্ষমতাহীনতায় ঠুঁটো জগন্নাথদের দলে
সংঘর্ষে টিকে থাকাদের দলে ঢুকে যাচ্ছি
একদিন ইতিহাস সৃষ্টি না করলেও সাক্ষী থাকবো
ভিড় থেকেই উঠে আসতে হবে নাহলে মিশে যাও
আমার চিৎকারের প্রতিধ্বনি আসবে একদিন
আমার মূর্তি বসানোর দরকার নেই
মালা টা পড়ুক ভালোমানুষদের গলায়
শুধু জেনো , স্বর্গ কারো পদতলে নয় ।
কবি প্রসাদ সিং এর জন্ম ঝাড়গ্রাম জেলার চন্দ্রীর গ্রাম পঞ্চায়েতের মরাইখুঁটি গ্রামে । জন্ম ১৯৯৮ সালের ১১ জুলাই । ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে স্নাতক এই কবি তার প্রথম কবিতা লেখেন অষ্টম শ্রেণীতে হোমওর্য়াক এর খাতায় । কবি প্রসাদ সিং এর পেশা টিউশন । অর্থনৈতিক সমস্যায় পড়াশোনা আর এগোয়নি । আর নেশা বলতে ২০১৬ সাল থেকে পুরোদমে কবিতায় ডুবে আছেন । লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম সারির ওয়েবজিন 'অপরজন'-এ । এছাড়া চালচিত্র ,অর্কপত্র , মেঘের বাড়ি , মৌ , যোধন , মূহুর্ত , বিষাণ , নিউজপিডিয়া , নিউজ সুন্দরবন , কেয়াপাতা সহ বহু পত্রিকায় ।


Thank you
উত্তরমুছুন