এরপর কোথায়
"এরপর কোথায় "
✒ শুভজিৎ দাস
ওরা এগিয়ে চলেছে
কোন এক অজ্ঞাত স্থানের গন্ধ গায়ে মেখে,
মায়াবী শহরের অক্লান্ত রাস্তা, ট্রাম-বাসের ভিড় ধূলো- ধোঁয়া, ফ্যাকাশে হয়ে ওঠা বুড়ো গাছ গুলোকে সাক্ষী রেখে।
ওরা এগোচ্ছে
কোন অজানা মরীচিকার হাতছানির খোঁজে ,
সেফটিপিন আঁটা ছেঁড়া চটির পটপট শব্দের সঙ্গী করে এগিয়ে চলেছে,
এগিয়ে চলেছে লোলুভ দৃষ্টিতে রেস্টুরেন্টের কাচের ওপারের খাবারে লোভ দিতে দিতে,
এরপর কোথায় কোন ঠিকানার হদিসে?
এর সদুত্তর হয়তো নেই এই মায়াবী শহরের এত অজস্র সাক্ষীর কাছে।
কোন মন্তব্য নেই