মনোবেদনায়
"মনোবেদনায়"
✒ বদরুদ্দোজা শেখু
এখন গভীর রাত ।তবু জেগে আছি
বলা যায় , জেগে জেগে ঘুমোচ্ছি অথবা ঘুমিয়ে ঘুমিয়ে
জেগে আছি, অনেক রাত অনেক মাস অনেক বছর
ঘোরের মধ্যে আছি , অনবরত অন্তহীন ঘোরের মধ্যে
যাচ্ছে জীবন। চারিদিকে কতো পথ চ'লে গেছে
যে দিকেই যাই, দেখি যাত্রা বড়ো সমস্যা-সঙ্কুল ,
ভুল শুধরাবার খুব একটা সুযোগ নাই,শুধু
এগিয়ে যাও,পিছিয়ে এলেই আরো পিছু প'ড়ে যাবে
তোমার সময় খুব কম, দম ফুরোচ্ছে পলে পলে,
খুড়োর কলে প'ড়ে গেছো , কেজো কথায় আসো
ভালবাসো যতোবার খুশী আর নিজেকেই দূষো
কৃতকর্মের আফশোসে।ব'সে ব'সে প্রদোষের
প্রহরগুলো ভিড় করে , স্থবির মানসে
গভীর বেদনা জমে, আনন্দও জমে পাশাপাশি।
হাসি কাঁদি কাশি ,সমাজের অত্যাচারী
দখলদারি অমানবিকতায় মেয়েদের
দুঃখ দুর্দশাগুলো চিরন্তন কান্না হ'য়ে উঠে।
অক্ষম আদর্শগুলো মাথা নত ক'রে থাকে বামনের মতো
লজ্জায় লজ্জায় হায় কোথায় দাঁড়াবো ?
ঘোরের মধ্যে গভীর রাতেও জেগে থাকি
এলোমেলো পায়চারী করি
মনোবেদনায় মরি রাতের অকূলে...

কোন মন্তব্য নেই