মনোবেদনায়

 


"মনোবেদনায়"

✒ বদরুদ্দোজা শেখু

এখন গভীর রাত ।তবু জেগে আছি
বলা যায় , জেগে জেগে ঘুমোচ্ছি অথবা ঘুমিয়ে ঘুমিয়ে
জেগে আছি, অনেক রাত অনেক মাস অনেক বছর
ঘোরের মধ্যে আছি , অনবরত অন্তহীন ঘোরের মধ্যে
যাচ্ছে জীবন। চারিদিকে কতো পথ চ'লে গেছে
যে দিকেই যাই, দেখি যাত্রা বড়ো সমস্যা-সঙ্কুল ,
ভুল শুধরাবার খুব একটা সুযোগ নাই,শুধু
এগিয়ে যাও,পিছিয়ে এলেই আরো পিছু প'ড়ে যাবে
তোমার সময় খুব কম, দম ফুরোচ্ছে পলে পলে,
খুড়োর কলে প'ড়ে গেছো , কেজো কথায় আসো
ভালবাসো যতোবার খুশী আর নিজেকেই দূষো
কৃতকর্মের আফশোসে।ব'সে ব'সে প্রদোষের
প্রহরগুলো ভিড় করে , স্থবির মানসে
গভীর বেদনা জমে, আনন্দও জমে পাশাপাশি।
হাসি কাঁদি কাশি ,সমাজের অত্যাচারী
দখলদারি অমানবিকতায় মেয়েদের 
দুঃখ দুর্দশাগুলো চিরন্তন কান্না হ'য়ে উঠে।
অক্ষম আদর্শগুলো মাথা নত ক'রে থাকে বামনের মতো
লজ্জায় লজ্জায় হায় কোথায় দাঁড়াবো ?
ঘোরের মধ্যে গভীর রাতেও জেগে থাকি
এলোমেলো পায়চারী করি
মনোবেদনায় মরি রাতের অকূলে...
  বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। শোভা গোস্বামীকে বিবাহ করেছেন। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ  অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান প্রভৃতি পত্র পত্রিকায় প্রকাশিত ।  বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।। তিনি কিছু কিছু ছোটগল্প ও অণুগল্পও লিখেন...  

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.