আবর্তনের স্রোতে
"আবর্তনের স্রোতে "
✒ রত্না দাস
সারি সারি খড়মাটির কাঠামো গঙ্গাবক্ষে গলে জল হয়ে ঘোলা থেকে থেকে ঘুলিয়ে গেল।
...এসো মা বোসো মা খাট পেতে দি, ভাত বেড়ে দি খাবে মা, তারপর যাবে মা...
আজন্ম লালিত সংস্কার স্নেহরূপ —
রিসাইক্লিং এক আহ্নিক গতি থেকে আরেক আহ্নিক গতিতে বয়ে চলে। ঋতুচক্র পরিবর্তিত হয়ে
শরৎ সোনারোদে, কাশফুলে মাতোয়ারা হয়ে তারপর বিরস বদনে যায় চলে।
আবর্তনের স্রোত সীমাহীন...
চোখধাঁধানো ঔজ্জ্বল্য ম্লান হয় চারদিনে।
তবুও সে বাঞ্ছিত, কাঙ্খিত সতৃষ্ণ চোখ পরবাসী প্রিয় মুখ দেখতে উৎসুক তৃষ্ণাতুর...
এই মহামিলনের দিনগুলো ক্ষণভঙ্গুর। তাও রেশ রাখে এক ঋতু থেকে পরবর্তীতে।
মন বলে "যেতে নাহি দিব"।
রত্না দাস ,গৃহবধূ ।গ্র্যাজুয়েট ।সাহিত্যপ্রেমী ।ছোট থেকেই পড়বার শখ। স্কুল বা কলেজ ম্যাগাজিনে লেখালেখি করেছি। তারপর দীর্ঘ দিন ও পথ মাড়াই নি। তবে পড়বার অভ্যেস কখনো ত্যাগ করিনি। কবিতা অসম্ভব প্রিয়। রবিকবি থেকে শ্রীজাত সবাই ভালোবাসার তালিকায়। বিভূতিভূষণ তারাশঙ্কর থেকে স্মরণজিৎ চক্রবর্তী সবার লেখাই ভীষণ ভালো লাগে। এছাড়া প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সবই পছন্দ করি। আশা করি মোটামুটি পরিচয় দিতে পেরেছি। দুহাজার বারো সাল থেকে আবার কলম চর্চা চলছে।


কোন মন্তব্য নেই