পৃথিবী ঘুমাতে চায়

" পৃথিবী ঘুমাতে চায় "

✒  রত্না দাস

নক্ষত্র খচিত নীল চন্দ্রাতপের আলোয় ম্লানিমা। সবুজ ঘাসে ধূসরিমা। ভোরের রক্তিমাভা বিবর্ণ ফ্যাকাসে ।গোধূলিতে হরিণীর মরা আলো। চারদিকে শুধু ছন্দপতনের শব্দ...

        এখন ভাঙন কাল —


কলুষভারে শ্রান্ত, ক্লান্ত পৃথিবী ঝিমোয়। ঘুমিয়ে পড়তে চায়। চলে যেতে চায় গভীরে আরো গভীরে। মাতৃজঠরের গুহার অন্দরে।

                     ঘুমাক পৃথিবী —


পৃথিবী তুমি ঘুমিয়ে পড়ো। স্বপ্নের গহন থেকে

আবার যেদিন জাগবে চোখ খুলবে নতুন অরুণিমায়...

হয়তো সেদিন শঙ্খচিল ডানা আরো মেলবে। উড়ে যাবে বুনোহাঁস ভালোবাসার নরম আলো মেখে —

দূর থেকে দূরে আরো দূরে...


 

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.