পৃথিবী ঘুমাতে চায়
" পৃথিবী ঘুমাতে চায় "
✒ রত্না দাস
নক্ষত্র খচিত নীল চন্দ্রাতপের আলোয় ম্লানিমা। সবুজ ঘাসে ধূসরিমা। ভোরের রক্তিমাভা বিবর্ণ ফ্যাকাসে ।গোধূলিতে হরিণীর মরা আলো। চারদিকে শুধু ছন্দপতনের শব্দ...
এখন ভাঙন কাল —
কলুষভারে শ্রান্ত, ক্লান্ত পৃথিবী ঝিমোয়। ঘুমিয়ে পড়তে চায়। চলে যেতে চায় গভীরে আরো গভীরে। মাতৃজঠরের গুহার অন্দরে।
ঘুমাক পৃথিবী —
পৃথিবী তুমি ঘুমিয়ে পড়ো। স্বপ্নের গহন থেকে
আবার যেদিন জাগবে চোখ খুলবে নতুন অরুণিমায়...
হয়তো সেদিন শঙ্খচিল ডানা আরো মেলবে। উড়ে যাবে বুনোহাঁস ভালোবাসার নরম আলো মেখে —
দূর থেকে দূরে আরো দূরে...

রত্না দাস ,গৃহবধূ ।গ্র্যাজুয়েট ।সাহিত্যপ্রেমী ।ছোট থেকেই পড়বার শখ। স্কুল বা কলেজ ম্যাগাজিনে লেখালেখি করেছি। তারপর দীর্ঘ দিন ও পথ মাড়াই নি। তবে পড়বার অভ্যেস কখনো ত্যাগ করিনি। কবিতা অসম্ভব প্রিয়। রবিকবি থেকে শ্রীজাত সবাই ভালোবাসার তালিকায়। বিভূতিভূষণ তারাশঙ্কর থেকে স্মরণজিৎ চক্রবর্তী সবার লেখাই ভীষণ ভালো লাগে। এছাড়া প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সবই পছন্দ করি। আশা করি মোটামুটি পরিচয় দিতে পেরেছি। দুহাজার বারো সাল থেকে আবার কলম চর্চা চলছে।
কোন মন্তব্য নেই