বাজে নূপুর
" বাজে নূপুর "
✒ পীযূষ কান্তি সরকার
হারায় যখন
ঠিকানা --
হৃদয় আমার
ভুলে যায়
তার নিশানা।
তোমার বাঁশি
দেয় রাশি রাশি
সুর -
সেই সুর - তানে
বাজে গানে গানে
তোমারই নুপুর।
মধ্য হাওড়ার কদমতলা অঞ্চলে সাতপুরুষের বাস। ১৩৬১ বঙ্গাব্দ এর বৈশাখ মাসে জন্ম। নবমশ্রেণীতে পড়ার সময় শুকতারা পত্রিকায় গল্প মনোনীত হয়। তারপর থেকে কিশোর ভারতী, নব কল্লোল, বর্তমান, প্রতিদিন, এই সময়, আনন্দ বাজার সহ বহু পত্র- পত্রিকায় কবিতা-গল্প-প্রবন্ধ প্রকাশিত।


কোন মন্তব্য নেই