বাজে নূপুর
" বাজে নূপুর "
✒ পীযূষ কান্তি সরকার
হারায় যখন
ঠিকানা --
হৃদয় আমার
ভুলে যায়
তার নিশানা।
তোমার বাঁশি
দেয় রাশি রাশি
সুর -
সেই সুর - তানে
বাজে গানে গানে
তোমারই নুপুর।

কোন মন্তব্য নেই