আত্মনির্ভরশীল মা
"আত্মনির্ভরশীল মা "
✒ কানন সিং
মাঝপথে হঠাত তার শুরু হল প্রসবযন্ত্রনা
বিন্দুমাত্র কমেনি তার ঘরে ফেরার তাড়না।
দ্রুত গতিতে হাঁটছে সে কষ্ট লাঘবের তরে
মৃত্যুদূতের আগে তাকে ফিরতেই হবে ঘরে।
রাস্তার মাঝে,জনসমক্ষে ভূমিষ্ঠ হল শিশু
দাঁড়িয়ে শুধু দেখল আল্লা,ভগবান ও যীশু।
ক্ষুধা সজোরে চেপে ধরে তার অভুক্ত টুঁটি
দৈন্যের রাজ্যে অকর্মণ্য মাতৃত্বকালীন ছুটি।
বিচ্ছিন্ন দেহ জুড়ে তার একরাশ অস্থিরতা
পাপী মন খোঁজ করে বিশ্রামের বিলাসিতা।
পরক্ষণেই স্থির করে,হাঁটবে সে ধীরে ধীরে
নতুন করে স্বপ্ন দেখে সদ্যোজাতকে ঘিরে।
হাঁটতে হাঁটতে তার যোনিপথ হয়েছে ছিন্ন
রাস্তায় লেগে আছে তার রক্তাক্ত পদচিহ্ন।
কিছুদিন পরে রক্ত মুছে যাবে বৃষ্টিতে
তিক্ততা ভুলে যাবে আগামীর মিষ্টিতে।
তবুও নিশ্চিন্তে আছে এদেশের রাজা
অনেকের মতে, তা পূর্ব জন্মের সাজা।
মায়ের এই অবস্থায় কেঁদেছিল দর্শক
রাজার ভাষণ তবুও লাগে রোমহর্ষক।
ওরা সুখেই থাকে পাশে নাও দাঁড়ালে
মা আজ ভালো আছে সবার আড়ালে।
গরীবের কান্না শোনে না ওদের কান
ভয় করে না কেউ বিবেকের প্রশ্নবান।
বিবেক চাপা পড়েছে অসভ্যতার স্তুপে
ওরা মজে আছে চোখ ঝলসানো রূপে।


কোন মন্তব্য নেই