প্রীতি ভরো


"প্রীতি ভরো"

✒ রতন বসাক

স্বাধীনতা পেয়ে গেছি......শুনি শুধু কানে
কেমন দেখতে তারে.....বুঝি নাতো মানে ।
গণতন্ত্রে ভর করে..........চলে নাকি দেশ
জিতে গেলে নেতা বলে..আছি সুখে বেশ ।

দেশটা এখন তাঁর.........যার আছে শক্তি
ভোটটা আসে যখন......করে তাঁরা ভক্তি ।
কত কিছু বলে মুখে.....করে দেবে জিতে
সবার হবেই সেটা.......জেনে রাখো হিতে ।

জেতার পরেই বুঝি........কারো নেই দায়
চাইতে গেলেই কিছু........দেখে সরে যায় ।
অসৎ পথে কামিয়ে...........ভরে শুধু ঘর
আমরা এখন সব...…........হয়ে গেছি পর ।

গুণ্ডা পুষে রাখে নেতা..বাধা দিতে আগে
অরির প্রভাব দেখে..........জনগণ ভাগে ।
লাজে মরে গণতন্ত্র........কেঁদে মরে জন
স্বাধীন হয়েও ভাবে.........এটা কোন বন ?

ওহে নেতা ভালো করে...জেনে নাও তুমি
জনগণ সরে গেলে.........খসে যাবে ভূমি ।
তোমার শক্তি জানবে........এই সব জনে
এদের ভালোবাসতে......প্রীতি ভরো মনে ।

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.