মানুষ

 


"মানুষ"

✒ পাভেল আমান

শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তেও 
বড় জানতে ইচ্ছে করে-
সেই বহুচর্চিত মহার্ঘ প্রশ্নোত্তর
'আমি কি মানুষ হতে পেরেছি'? 
সমস্ত চাওয়া-পাওয়ার গহনে সুস্থ থাকে 
একেবারে আটপৌরে মনুষ্যত্ব।
যান্ত্রিকতার চরম নির্ভরশীলতায় 
প্রাত্যহিক জীবন প্রবাহ ক্রমশ কারারুদ্ধ,
বেদরকারি বস্তুর মতো বিলীয়মান 
মানবতার চিরায়ত সহজপাঠ,
এক পা দুপা করে চলমান-
পতনোন্মুখ সভ্যতার সরণীর অভিমুখে 
চতুর্দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘনঘটা 
তৎসহ ত্রাহি ত্রাহি রব,
সচকিতে ঈশানের মায়াবী মেঘের স্থিতি-
ঘোষণা করে এক সংকেত বার্তা 
সময় আছে এখনো ফিরে আসার,
যদি চাও- 'মানুষ হতে'
নিঃসন্দেহে অহর্নিশ আওয়াজ উঠবে 
মর্তের মানব মননে-

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.