কেমন তুমি
"কেমন তুমি"
✒মোহিত মাইতি
এখনোও কি তুমি ঠিক সেভাবেই আছো, যেমনটা ছিলে কখনো তুমি আগে।
এখন কি নিজেকে একটু সময় দাও নাকি তেমনি কখনো যেমনটা ছিলে ব্যাস্ত আগে।।
এখনও কি তুমি খুব রাতে জেগে হলদে বালিশটা ভেজাও,
নাকি চোখের জল মুছে প্রিয় মানুষটার ইনবক্সে তাকাও।।
এখনও কি তোমার খুব একা লাগলে ফোনটাকে দাও ছুঁড়ে,
আমি জানি অতীতে হারিয়ে যাওয়া মানুষকে আজও তোমার খুব মনে পড়ে।।
আচ্ছা, এখনও নিজেকে খুব ব্যর্থ মনে হলে ! জানালার পাশে বসে পূর্ণচন্দ্রের কালো দাগগুলোই দেখো বুঝি,
জানো; ব্যর্থ তো আমিও, আমার মন ভালো করা তোমার হাঁসি টা আজও বারংবার খুজি।।
এখনও কি আমার কোনো কথা তোমাকে পুরোনো কিছু ভাবতে বাধ্য করে, আগে করতো কিনা তাও জানিনা,
আসলে সবকিছুটাই তো একপক্ষীয়, দুইপক্ষীকের নেই ঠিকানা।।
এখনও কি তোমার সব স্বপ্নগুলো একই আছে,
নাকি কিছু বদলেছে এলোমেলো রাস্তার ভাঁজে।।
আচ্ছা; ঐ আলো-আঁধারি নির্জন রাস্তা,আর ঐ মোড়ের রেস্তোরাঁ, যাওয়া হয় কি এখনো
ভাবলেই তোমাকে মিস করি খুব, স্মৃতিগুলো কতই না ছড়ানো।।
না জানিয়ে কেউ কি আসে এখনো,তোমার অপেক্ষা ভালোবাসে কি এখনো,
হারানো মুহূর্ত ফিরে পাবো না জানি, তোমার আগামী মুহূর্তের ভাগিদার হতে পারবো কি কখনো।।
এখনও কি ভিজতে ভালোবাসো বৃষ্টিতে অবেলায়,
ওই শঙ্খ বাজানোর মুহূর্তটা মনে আছে একাদশীর মেলায়।।
এখনও কি কেউ তোমার চোখের কাজল আর ঠোঁটের লিপস্টিকের তারিফ করে,
রাস্তায় চলার সময় ছোট্ট বাচ্চার মতো তোমার হাতটা খুব শক্ত করে ধরে।।
এখন কি কেউ আমার মতো তোমাকে নিজের বামপাশে আনে,
তবে কি সেও তোমার মনের খবর পড়তে জানে ।।
আচমকা নূপুরের শব্দে তারও কি তোমাকেই মনে পড়ে
তুমি সামনে এলেই বুকের বামদিকটা তারও কি ধড়ফড় করে।।
এখনও কি মাথাব্যথা করলে চুলে শ্যাম্পু দিয়ে স্নান করার অভ্যাসটা রেখেছো
কারুর মিথ্যে আবদারে এখনও কি তুমি বলো, " মার খেয়েছো"।।
এখনও কি চোখের কোনায় জল আটকে মুখে হাঁসি নিয়ে বলো " কোই, কিছু হয়নিতো"
সবকিছুই বুঝতে পারতাম, তবুও চুপ থাকতাম তোমার কারণেই হয়তো।
ভালোবাসো কিন্তু বুঝতে দাওনা, তাতে সমস্যা নেই আমার,
বরং বলো, আরও কতোটা নিশ্চয়তা দরকার তোমার।।
সবেমাত্র বছর সাতেক হলো, তা হোক না আরো কয়েকটা বছর,
তাই তো বলে, মঞ্জিল সে ভি খুবসুরৎ হ্যা সফর।।
ভাবছি, তোমার relationship status টা change হলে আমার ইচ্ছেডানা গুলো দেবো কেটে,
আমার সম্পর্কের ইতি টেনে খন ভাসবো স্মৃতির নেশায় আর দেবো পাড়ি সুদূর নিস্তব্ধতা পায়ে হেঁটে।।
কোন মন্তব্য নেই