"টুরু লাভ' ম্যাটার্স"
"টুরু লাভ' ম্যাটার্স"
✒ উ ন্মা দ 🍁
আপনি পাঁচ তারা রেস্তোরাঁয় গার্লফ্রেন্ড এর জন্মদিন সেলিব্রেট করবেন আর কেউ রাস্তায় গার্লফ্রেন্ডকে ফুচকা খাইয়ে দিলে 'টুরু লাভ' আর আপনার টা ভালোবাসা?
আপনারা পুজোয় ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরেন, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর ছবি ফোনের ওয়ালপেপার এ সেট করে রাখেন আর কেউ গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর নামের আদ্যাক্ষর হাতে ট্যাটু করে লিখে রাখে, তাদের টা 'টুরু লাভ'আর আপনার টা ভালোবাসা?
আপনি সম্পর্কে ঝগড়া হলে রাগে ফোন ছুঁড়ে ভেঙে দেন, বোতল বোতল রঙিন জল-ধোঁয়ায় ডুবে থাকেন আর কেউ অভিমানে না খেয়ে থাকলে, হোয়াটসঅ্যাপ ডিপি রিমুভ করে সারা রাত কাঁদলে সেটা 'টুরু লাভ' আর আপনার টা ভালোবাসা?
আপনি ওয়ো রুমের ডিসকাউন্ট পেলেই মাস শেষে ছোটেন আর কেউ পার্কে বসে চুমু খেলে সেটা 'টুরু লাভ' আর আপনার টা ভালোবাসা?
আপনি সিনেমা হলে কর্নার সিটে পাশে বসে নতুন সিনেমার ডিরেক্টর হয়ে যান আর কেউ রাস্তায় হাত ধরে হাঁটলে, হাত ধরে রাস্তা পার করে দিলে সেটা 'টুরু লাভ' আর আপনার টা ভালোবাসা?
আপনার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড এর সাথে সারাদিন মেসেজে চিপকে থাকেন, লেট রিপ্লাই দিলে বিরক্ত হন, দিনশেষে অফিস থেকে ফিরে ভিডিও কলে কথা বলেন আর কেউ সারাক্ষণ কানে ফোন নিয়ে থাকলে সেটা 'টুরু লাভ' আর আপনার টা ভালোবাসা?
বলি জুতো চেনেন? জুতো!
মিম বানানো বা ট্রোল টাও এক ধরনের ক্রিয়েটিভিটি, আমি নিজেও করি সম্মানও করি কিন্তু লিমিট থাকা দরকার, হিপোক্রেসির লিমিট থাকা উচিৎ। উপরের সবকটা উদাহরণে একটা জিনিস কমন রয়েছে, খেয়াল করে দেখুন উভয়পক্ষকেই কেউ কাউকে ছেড়ে যায়নি, যার কাছে ভালোবাসার মানে যেটা তারা সেভাবে পালন করে, সেভাবে বাঁচে। আপনার জীবনে ভালোবাসা আসেনি বা কেউ আপনার সাথে অনেকটা পথ এসে বিচ্ছিরি ভাবে ছেড়ে গেছে মানে এই নয় যে সবাই আপনার এক্স এর মতো।
অথবা আপনি যেভাবে ভালোবাসেন আপনার কাছের মানুষটাকে, অন্য কেউ হয়তো অন্যভাবে বাসে, দিনশেষে আলটিমেটলি দুধরনের লোকই ভালো আছে, আর সেটাই তো কাম্য। কেউ ন্যাকামির চূড়ান্ত পর্যায়ে যাক অথবা সবার অগোচরে গোপনে ভালোবাসুক, সোস্যাল মিডিয়ায় হাজারটা পোস্টে মেনশন করে সেলফি আপলোড করে বেড়াক বা হাত ধরে রাজপথে ঘুরে বেড়াক, দুটোকেই এপ্রিশিয়েট করুন, একান্তই ভালো না লাগলে ইগনোর করুন, 'ন্যাকামি', 'টুরু লাভ' বলে অন্যের ভালোবাসা ছোট করবেন না।
পৃথিবীতে ভালোবাসা, আন্তরিকতা, সম্মান দেওয়া, এসব ধীরে ধীরে কমে যাচ্ছে আর বেড়ে চলেছে হিংসা, হানাহানি। তাই যেটুকু ভালোবাসা বেঁচে আছে সেটুকু যে যেমন ভাবে বাঁচিয়ে রাখছে রাখতে দিন, ভালো থাকতে দিন, বাঁচতে দিন। আর সম্পর্ক সবসময় পুঁথিগত নিয়মে একভাবে চলেনা, মাঝে মাঝে যেমন ঝগড়া-অভিমানও প্রয়োজন, তেমনি শরীর খারাপে প্যারাসিটামল এর বদলে প্রিয়জনের চুমুতে জ্বর সাড়বেনা জেনেও 'টুরু লাভ' এর মতো ন্যাকামিও প্রয়োজন।
Daarun laglo Vai 🤩😍😘
উত্তরমুছুন