আসা যাওয়ার পথে পথে
"আসা যাওয়ার পথে পথে"
✒নিশিকান্ত রায়
আসা যাওয়ার একটু ফাঁকে দেখে যেও।
শস্যে ছুঁয়ে গ্রাম ও শহর বাড়ছে কেমন।
একই সূতোয় জ্বলছে আলো মেঠোপথে।
তামাটে মানুষ উদাস হাওয়ায় কিনছে আগুন।
ছড়িয়ে দেবে! না বুনবে কোথাও!
ভীরুর কূপন ছড়িয়ে গেল কাকের ঠোঁটে।
পৃষ্ঠা ভরা গানের খাতা সুরহীনতায় বোবা এখন।
শিউলি ফুলের ক্লান্ত সকাল ঘুমিয়ে আছে।
যাওয়া আসার একটু ফাঁকে দেখে যেও।
ঘন্টা মিনিট সেকেন্ড এখন ঝুলে আছে।
মহাকালের গভীর অসুখ।
শ্রমে ঘামে কেনাবেচা সহজ ভাষা সরল কথা।
দেখে যেও।
এপিঠ ওপিঠ কিসের এত ক্ষতচিহ্ন!
মানুষগুলোর ভেতর বাইর খুব আলাদা।
রোদের জামা সেলাই বিহীন মেঘের পালক।
মুখোশ পড়া আধুনিকা।
অস্ত্র নিয়ে আগুন নিয়ে সারাবেলা কিসের খেলা?
দেখে যেও।
তার সত্যিগুলো ভীত এখন। মিথ্যেগুলো চড়া দামের।
ফুল কুড়িয়ে আনে যারা তোমার পূজোর।
বসার আসন নিরাপত্তা!
বাগান ভরা মানুষগুলো কেমন আছে!
আসা যাওয়ার পথে পথে দেখে যেও।

কোন মন্তব্য নেই