উড়ছে দেহ-ছাই


 

"উড়ছে দেহ-ছাই"

✒চিরঞ্জিৎ বৈরাগী


মিথের শহর থেকে উঠে আসা কাঠকয়লা

ভীত নগরী, রক্ষাকর্তা দেবালয়

Bলিভ ইন কলাগাছ



স্মৃতির রাজপ্রাসাদে লক্ষ বছরের সমাচার

চিরদিন আত্মারা জীবিত

সুখ খুঁজতে খুঁজতে শান্তিতে শূন্যস্থান



এভাবেই। কত নারকীয় হত্যা

শিখা ছড়িয়েছে সারা জগতে



আবার কবে, কোন গুনে পাবে

আসল ঠিকানা



সত্যের আঙিনায়, বিচারক সর্বোচ্চ

ক্ষমাহীন পাপে, উড়ছে দেহ-ছাই!


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.