এক্সপায়ার্ড

 

"এক্সপায়ার্ড"

✒  রিঙ্কু মন্ডল


জীবনের লক্ষ্য কাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তি।
মাঝখানে ব্যবধান;
ঠিক যেন বিশাল বড়ো একটা সমুদ্র।


লক্ষ্যে পৌঁছাতে গেলে সমুদ্র পার হতে হয়।
সমুদ্রে জাহাজ চলে,
কেউ উড়োজাহাজে পার হয়;
বাকিরা সাঁতার কাটে।


একটা বড়ো সমুদ্র সাঁতরে পার হওয়া
খুব কঠিন ব্যাপার।
জলে নামলে শরীর হালকা রাখার প্রয়োজন;
অনেকেই বস্ত্র, নানা ধরনের ভোগ্য বস্তু
সবকিছু ত্যাগ করে।


সবাই সমুদ্র পার হতে পারে না,
কেউ কেউ সমুদ্রের মাঝে কোনো দ্বীপে আশ্রয় নেয়।
পার হওয়া ব্যক্তিরা লক্ষিত বস্তু হাতে নেয়,
তারপর দেখে
"দিস প্রোডাক্ট হ্যাজ এক্সপায়ার্ড।"

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.