তোমায় ঘিরে
"তোমায় ঘিরে"
✒মোহিত মাইতি
নয়নধারায় এসো,
তোমার পরশখানি লেগে আছে আমার হৃদয়ের আয়নায়।।
নদীর স্রোতে ক্ষয়ে যাওয়া পাথর, ঝর্না, পুরনো অচল সেতু পেরিয়ে কখনও এসো আমার পর্ন-কুটিরে।।
নদীর তীরে বসে আমি বসন্তের উষ্ণ বিকেলে, তোমার অপেক্ষায়।।
আবারও স্বপ্ন সাজাই তোমাকে ঘিরে, হোক বা না হোক পুরো,
চাইবো তোমাকেই জীবনে খুব নিজের করে আরো।।
অথৈদরিয়া হয়ে কি লাভ, যদি বৃষ্টির মতো কখনো ঝরতেই না পারলে।
সবুজ পাতার মত উদাসীন ভাবে গাছে থেকে কি হবে, সেইতো ফুরিয়ে একদিন ভূমিপৃষ্ঠ হবে।।
সীমান্তে বাধা পেয়ে পিছুপা হওয়ার আগে একবারও কি জানতে চাইবে না সীমানার ওপারে কেউ তোমার অপেক্ষায় কিনা ?।।
অনেক তো করলে ভ্রমন, ক্লান্ত তুমি, শীতল ছায়ানিবিড়ে বিশ্রাম নেবে না ?।।
প্রকাশ করতে না পারা ব্যাক্তিত্বের বিকাশ করে কিছু লাভ হয় কিনা আমার জানা নেই,
তবে তথাকথিত ব্যাক্তিত্বের অযথা মতভেদে অনেক কেই গুমরে থাকতে দেখেছি।।
*তাই_তো_যতবারই_ভালোবাসা_বুঝেছি, শুধুমাত্র_তোমাকেই_খুঁজেছি।।*
তারা ভরা রাতের আকাশেও তো অন্ধকার থাকে,
জোনাকির টিমটিমে আলোতেও অজানা আবেগ থাকে।।
থাকলাম না শুধুমাত্র আমরাই সময়ের যোগ-বিয়োগের ঘরে,
তবে শুধুই ব্যাস্তানুপাতিক নয়, সম্পর্কটা প্রিজমের আগা-গোড়ার মত।।
কোন মন্তব্য নেই