তোকে পাবো


 

**তোকে পাবো**

✒ অনু

যেদিন আবার কষ্ট হবে ,

মনে পড়বে খুব,

রাখতে মাথা ইচ্ছে করবে,

ভালোবাসার বুক,

জানতে খুব ইচ্ছে হবে ,

আগলে রাখার তুক।

আসিস ফিরে সেদিন না হয় সেই সরোবর তীরে,

যেখানে বাতাসে প্রেম ভাসে, ফুলে আসে তিতলির দল।

সেখানেই হবে পুনর্মিলন, রইবেনা কোন ছল।

বাঁধনটাকে তখন তবে শক্ত করেই বাঁধবি তো! বল!




আর যদি তা নাই বা হল,

ভালোবাসার মন ফুরালো।

থাকিস তবে তাদের নিয়েই,

প্রেম প্রীতি তে রাখবে যারাই।

আমি তখন সব বিলাবো,

পথ ভোলা এক পথিক হব।

প্রতিদিনের প্রার্থনাতেই

তখন শুধু তোকে পাবো।



কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.