এক পৃথিবী

 


"এক পৃথিবী"

✒জয়ীতা চ্যাটার্জী


যেমন বৃষ্টির পড়ে ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশ কালো হয়ে আকাশ ঢাকে, 

তেমনি অধির বাতাস হয়ে তুমি ফুঁপিয়ে ওঠো শিশুর মতো

তোমার সে চাঁদ কোথায় তোমায় রাখে! 

তার পৃথিবীর ক্ষেতে সন্ধ্যের রঙ হয়ে ফুটেছ তুমি সমস্ত আকাশ জুড়ে

তারই চোখের গাঢ় রঙে তোমার পৃথিবী ওঠে ফুটে তোমার থেকে দূরে

মৃতপ্রায় মানুষের শেষ শ্বাস যেমন, তেমনি তার বুকের ভেতর থাকা

পৃথিবীর বুকে থেকে ঝরে পড়ে সমস্ত আকাশ কান্নার জলে ঢাকা। 

তুমি চলেছ সে আকাশের পথ ধরে

তোমার পৃথিবী যেখানে পড়েছে ঝরে।। 




কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.