অক্টোবর - নভেম্বরের এ সময়ে
" অক্টোবর - নভেম্বরের এ সময়ে"
✒উন্মাদ~The Huligan🍀
পাল্টে যাওয়ার কালে, পরিবর্তন টাই আসল। থেমে থাকাই অসুখ। আরও একটা বছর মরে যাচ্ছে চোখের সামনে। সে - কথা সবাই জানে। শুধু কেউ বলছেনা। কেউ মরে গেলে চুপ থাকাটাই হয়তো শ্রেয়। অথচ, কোলের উপর ঝড়া পাতাটা জানান দিল সে আর নেই। গোধূলিতে পশ্চিমে উড়ে যাওয়া পাখিটা বলে গেল সে আর ফিরবেনা। আর কত ' থেকে যাওয়া' -র প্রতিশ্রুতি মিথ্যে হয়ে গেল তার হিসেব রাখল না কেউ....
অক্টোবর - নভেম্বরের এ সময়ে সারা বছরের দুঃখ- কষ্টগুলো গলার কাছে দলা পাকিয়ে আসে। একটা বছরের মৃত্যুর সঙ্গে শুকিয়ে আসে স্মৃতি, শুকিয়ে আসে প্রেম, শুকিয়ে এল জীবন!
শ্মশানের শুষ্কতার সাথে, তাল মিলিয়ে উত্তুরে হাওয়া ধেয়ে এল। অক্টোবর- নভেম্বরের এ সময়ে পুরানো সম্পর্ক, ব্যথা, না- পাওয়া, হতাশা গুলো নিয়ে একঘরে থাকা। অশৌচ পালন!
তবে একদিন ডিসেম্বরের শীত শহরের গায়ে হাত বুলিয়ে দেবে। এই আশায় বসে থাকা। একদিন আদর করে কাছে টেনে বলবে, 'ভালোবাসি'
জড়তা কেটে যাবে সেদিন!
কোন মন্তব্য নেই