মোৎসার্ট


 

"মোৎসার্ট"

✒ শঙ্খ_চক্রবর্তী


মোৎসার্ট কতদিন সুর নেই।
আরেকটা সুর হোক বেদনার।
আরেকটা সুর হোক চেতনার।
কবরের থেকে উঠে এসে আবার
তোলো বেহালায় সুর।
সেই কোন দূর থেকে আরেকটা
সুর হোক বেদনার ।
মোৎসার্ট , কতদিন সুর নেই।
বুক ভরা দীর্ঘশ্বাসে তোলো বেহালায়
ঝড়। 

তোমার অপেক্ষায় সকাল বসে থাকে।
রাত্রি গোনে প্রহর।
কতদিন সুর নেই বেদনার।
মোৎসার্ট, শীতল কবর ছেড়ে আরেকটা
সুর হোক চেতনার।
এসো ভাঙা গানে , বেহালার তানে।
ছুঁয়ে যাও বেদনা।
কতদিন সুর নেই, কতদিন গান নেই।
মোৎসার্ট, আরেকটা সুর হোক বেদনার।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.