শ্রমের মূল্য দাও
"শ্রমের মূল্য দাও"
✒ রতন বসাক
শ্রমিকেরা কাজ করে
রোদ জল সহে নিয়ে নেই কোনো ছুটি ।
ধীরে ধীরে দেশ গড়ে
শ্রম দিয়ে যায় তাঁরা খেয়ে শুখা রুটি ।
দেখা যাবে দেশ ভরে
চাষী সেনা আরো কত রূপে তাঁরা খাটে ।
চোখে মনে আশা ধরে
ভালো কিছু গড়ে দিতে সেই পথে হাঁটে ।
পায় কোথা পুরো অর্থ
দিন যায় মাস যায় বেড়ে চলে কষ্ট ।
আশা হতে থাকে ব্যর্থ
কম খেয়ে খেটে চলে দেহ হয় নষ্ট ।
শ্রম কিনে ধনী জনে
নিজ কাজে সুখ করে শ্রমিকের তরে ।
দয়া মায়া নেই মনে
ছল করে কম দিয়ে তাঁরা কেটে পড়ে ।
দেশ ভরা ধনী জন
ভেবে দেখো একবার সুখ করো কেনো ?
শ্রমিকেরা হলো ধন
ওদের শ্রমটা ছাড়া সুখী নও জেনো ।
কোন মন্তব্য নেই