আজি এ বসন্তে

 


"আজি এ বসন্তে"

✒  চিত্তরঞ্জন গিরি



এক গুচ্ছ গোলাপ কিমবা কবিতা দেব 

তাই বাসন্তী রঙ ছড়িয়ে 

ছন্দে ছন্দে মাতলাম 

কত কথাই বনজ্যোৎস্নায় সাথি ছিল 

এই ভেবেই সাহস পেলাম

নাক্ষত্র পারিজাত তোমার চারপাশ

মহুয়া পলাশের বিতান 

তুমি এক আশ্চর্য কথাকলি !

কবিতার ধ্রুপদীতে তোমাকে ছাড়া

আর কাউকে তেমন মানায় না ।

কৃষ্ণচূড়া হাওয়ায় ,দুলতে দুলতে 

"বলতো,তোমায় কখন রঙ মাখাব ? "

সাদা মেঘ গুলো ,হাওয়ায় ভাসতে ভাসতে

তোমাকে দেখে থমকে দাড়ায়!

আমি ভিড় ঠেলতে ঠেলতে

একই ছন্দে দ্বিপদ উপপাদ্যে 
মিশলাম!

অন্য হাতে ,আদরে আনা বাসন্তীকা রঙ

মুঠি ,তাকে শক্ত করে ধরে রাখল

ভিড় ঠেললাম গতি বাড়ালাম

দুরন্ত সে এক কাব্য !

তুমি এগিয়ে এলে,হাতটা বাড়ালে 

খুশির রঙ ,মনে বিদ্যুত এঁকে দিল 

আদি অন্ত স্বপ্ন সারাক্ষণ

এই বুঝি ছুঁয়ে নিল 

সমস্ত কবিতাকে!

কিন্তু হায়! হাতটা , আমার পাশ দিয়ে

রজনীগন্ধার মত

বাতাসে দোল খেতে খেতে 

অন্য কারোর কবিতায় 

ঢুকে পড়ল !

অনুপ্রাস পৃথিবী ,স্তব্ধ বাতাস,

কখন যে ছিঁড়ে , মাটিতেই লুটোপুটি খাচ্ছে

আমার প্রাণবন্ত অমৃতাক্ষর 

গোলাপ !

শুধু বিড় বিড় করে ,বেরিয়ে এল

বেশ কিছু গরলেরমত 

মাটির গন্ধে আঁকা 

বেহিসাবি প্রলাপ !

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.