বাঁধনা এ ঘর

 


"বাঁধনা এ ঘর"

✒ শ্রী শ্রীমন্তকুমার মন্ডল



আমার এ ঘর তোরই তো ঘর

ভালবাসার হাজার পাকে ঘেরা,

দেখনা ছুঁয়ে খুঁজেই পাবি

এই হৃদয়ের আকাশটা তোর সেরা ।




তিন ভুবনের মাটীও পাবি

শুনতে পাবি ত্রিকাল বাঁশীর সুর,

উদাসী মন রাধা হলে

প্রেমের আলোয় করব আঁধার দূর ।




কোথায় পাবি সুখের চাবি?

বুকের মাঝে এমন উঠোন খুঁজে,

বাঁধনা এ ঘর আমার সাথে

এ জনমের হিসেব নে না বুঝে ।

জন্ম - 01.12.55 , পিতা -গুণধর, মাতা -বাসন্তীদেবী । কবি সুন্দরবনের ভূমিপুত্র । বিশিষ্ট সুরকার, সংগীত শিল্পী, পরিবেশ কর্মী, নাট্য বিচারকও। প্রাক্তন বেসরকারী স্কুলের শিক্ষক । প্রাক্তন এডিটরস গিল্ড অব ওয়েস্ট বেঙ্গলের  সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল  ফোরাম ফর এনজিও এর প্রাক্তন সম্পাদকও সভাপতি  । এছাড়া ওভার ল্যান্ড, যুগান্তর, বিশেষ প্রতিবেদন, গণশক্তি, সবার খবর প্রভৃতি দৈনিক কাগজের প্রাক্তন কবি, ছড়াকার, লেখক সহ বিশষ প্রতিবেদক।  সম্পাদিত কাগজ - দক্ষিন বঙ্গবার্তা, গ্রীন ওয়ার্ল্ড, বিপন্ন পৃথিবী, ক্লেচ ইন্ডিয়া, খেল সমাচার, জনকল্যাণ বার্তা, ধরিত্রী, অভিজিত্ প্রভৃতি সংবাদ ও পরিবেশধর্মী কাগজ ।  ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লেখেন । কিন্তু আর্থিক অনটনে বহু বই প্রকাশে অক্ষম ।


কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.