খেলাঘরের চাবি
"খেলাঘরের চাবি"
✒ পরাগ ভট্টাচার্য্য
তোকে হিংসে হোত, কেন জানিস?
যার সঙ্গে অত চুলোচুলি করতিস
শুনলাম, তার কাছে নাকি খেলাঘরের চাবি!
তুই আর ওর কালবোশেখি ঝড়ে
আমার শুকনো সময়টা পেড়িয়ে যাওয়া, মনে পরে
দৃশ্যগুলোর মাঝে, নীরব সাক্ষী আমি!
ভুলে যাই নি কিছুই, বেলা অবেলার কথা,
হয়তো, এমনটাই হবার ছিলো,
তবুও, কি করে অঘটন ঘটনায় মিশেছিল
যদি জানতাম, তোকে হিংসে হতো না
দ্বন্দ্বে ছিলাম প্রথমে, দুঃখও হতে পারে,
ঝড়ে ভাঙ্গা ডাল, কি করে ভাবলাম!
এমনটা হওয়াই তো স্বাভাবিক,
যে কথা বলার, বাকি থেকে যায়,
না বলার কথা, অনেক বেশি বলে, যায় থেমে ,
কারনে অকারনে ভাঙ্গে তুমি আমি
চাবি দেয়া খেলনাগুলোর ছোটাছুটি,
চেনা অচেনার গোলকধাঁধায়, বাঁচে ভালবাসার নামে।

ছোটবেলায় স্কুলের দেওয়াল পত্রিকায় লিখতাম। ১৪০০ বঙ্গাব্দ উপলক্ষে একটি কবিতা প্রকাশিত হয়েছিল, শিবকালী প্রকাশনীর। তারপর আর লেখার দিকে মন দেওয়া হয় নি। এখন অবসর জীবন যাপন করছি। গত এক বছর হল, আবার লেখা শুরু করেছি। কিছু ব্লগে কবিতা প্রকাশিত হয়েছে।
কোন মন্তব্য নেই