স্বপ্ন-প্রতীক্ষায়
"স্বপ্ন-প্রতীক্ষায়"
✒ নিতাই মৃধা
তোমার শরীর স্পর্শে জেগে ওঠে
সোনালি সকাল,নিয়ে আসে নবতম
দিনের উত্তাপ।
আকাশের কোলে শুয়ে খুঁজি আমি
নক্ষত্র-পরশ!
তন্দ্রাভেঙে উঠি জেগে,স্বপ্নেরা
হারিয়ে যায়,দিনের গভীরে,
কখন আসবে রাত বসে থাকি
স্বপ্ন প্রতীক্ষায়।

••সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তার বাংলা কবিতার জন্য *সুনীল গঙ্গোপাধ্যায় কবির শব্দের শরীর ছুঁয়ে কাব্য গ্রন্থের আলোচনা লিখেছেন, তাঁর হিন্দি কবিতা পড়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী *অটলবিহারী বাজপেয়ীজীর আশীর্বাদ ও প্রশংসা ধন্য হয়েছেন, এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপ্লবী নেতা *নেলসন ম্যান্ডেলার কলকাতায় আগমন উপলক্ষে তিনি Mandala's Dream নামক একটি কাব্যগ্রন্থ রচনা করে কলকাতার রাজভবনে তার হাতে তুলে দেন এবং তার শুভেচ্ছা লাভ করেন ।শুধু কবিতা নয় গল্প ছড়া প্রবন্ধ নাটক প্রভৃতি সাহিত্যের নানা উদ্যানে ফুল ফুটিয়ে চলেছেন। আকাশবাণী কলকাতার প্রত্যাশা বিভাগে তাঁর একাধিক নাটক প্রচারিত হয়েছে। এছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
কোন মন্তব্য নেই