তৈরী থাকিস

 


"তৈরী থাকিস"
✒ শ্রী শ্রীমন্তকুমার মন্ডল


আসতে পারি সাঁঝ বেলাতে
গোপন অভিসারে
কাজল চোখে ও সোহাগী
হৃদয়ে আজ প্রদীপ জ্বালাস যদি,

ভালবাসার পানসি বেয়ে
সারাটা রাত মাতাল হব
পেরিয়ে যাব আজেক যে তোর
ছলাত্ ছলাত্ উজান ভরা নদী ।

তুইতো আমার নাইবা হলি
অম্বিকা বা অম্বালিকা
মুখটা দেখে চোখ ঢাকবি
পাংশু হবি, নিভিয়ে বুকের আগুণ,

জানি আজি তোরই কাছে
হার মানবে ব্যাসদেবেরা
বেপরোয়া বুকের চূড়ার
আগুণে আজ পুড়বে আমার ফাগুণ ।

   নাম -শ্রী শ্রীমন্তকুমার মন্ডল,  জন্ম - 01.12.55 , পিতা -গুণধর, মাতা -বাসন্তীদেবী । কবি ভারতবর্ষের পশ্চিমবাংলার দঃ 24পরগনার সুন্দরবনের রায়দিঘি থানার ভূমিপুত্র । বিশিষ্ট না সাহিত্যিক- সাংবাদিক, সুরকার, সংগীত শিল্পী, পরিবেশ কর্মী, নাট্য বিচারকও। প্রাক্তন বেসরকারী স্কুলের শিক্ষক । প্রাক্তন এডিটরস গিল্ড অব ওয়েস্ট বেঙ্গলের  সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল  ফোরাম ফর এনজিও এর প্রাক্তন সম্পাদকও সভাপতি  । এছাড়া ওভারল্যান্ড, যুগান্তর, বিশেষ প্রতিবেদন, গণশক্তি, সবার খবর প্রভৃতি দৈনিক কাগজের প্রাক্তন কবি, ছড়াকার, লেখক সহ বিশষ প্রতিবেদক।  সম্পাদিত কাগজ - দক্ষিন বঙ্গবার্তা, গ্রীনওয়ার্ল্ড, বিপন্ন পৃথিবী, ক্লেচ ইন্ডিয়া, খেল সমাচার, জনকল্যাণ বার্তা, ধরিত্রী, অভিজিত্ প্রভৃতি সংবাদ ও পরিবেশধর্মী কাগজ ।  ছড়া, কবিতা, গল্প ইত্যাদি লেখেন । কিন্তু আর্থিক অনটনে বহু বই প্রকাশে অক্ষম । 

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.