একটা হাতলবিহীন চেয়ারে বসে আছি
আর দূরে নক্ষত্র দেখছি
মনে হচ্ছে খই আর খুচরো পয়সার ভিড়ে
আমি অযথাই হারিয়ে যাচ্ছি
মাঠের দিক থেকে মেয়েরা উঠে আসছে
মনে হয় আজ কোনো উৎসব আছে
টিভিতে কে একটা ভজন গাইছে
টেবিলে খুলে রাখা বইটা হাওয়ায় ফরফর
করে উড়ছে
আর আমি বুকপকেট হাতড়ে তুলে আনছি
একটা জ্বলন্ত আগ্নেয়গিরি।
কোন মন্তব্য নেই