আয়না

 

"আয়না "

✒ আশা মণ্ডল



পৃথিবীর সাথে ঘুরছি চাকার মত,
নিয়মের ছকে খাওয়া-দাওয়া আর শোওয়া;
রূপচর্চায় দিন কেটে যায় কারোর,
চকচকে ত্বকে নিষেধ আলতো ছোঁয়া।


কেউ বা টাকায় পেয়েছে রঙিন মায়া,
ভ্রুকুটির মাঝে ক্ষুব্ধ কপাল রেখা,
প্রথার মুঠোয় স্বপ্ন কিনেছে আকাশ,
জগতে নেই যে আর কিছু বাকি শেখা।


পরনিন্দার পান মশলার সাথে,
কিছুজনে চলে কেবল সমালোচনা;
ভালোর সাদা,সেই মশলায় কালো,
মহা আনন্দে অন্যের দোষ গোনা।


ধূলোর দরের জীবনের স্বাদ পেতে,
ভালোর ভালো দেখতে দুচোখ চায় না!
হারিয়ে গিয়েছি দিব্যি ধাঁধার পথে,
সত্যিটা শুধু বলছে বাড়ির আয়না।


1 টি মন্তব্য:

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.