হিসাব
"হিসাব"
✒সৌমেন দেবনাথ
ঠকছি আমি ঠকাও তুমি
সবই সবার জানা,
নিজের বেলা পাক্কা হিসাব
বোঝো ষোল আনা।
জীবন কারে বলে জানে
ঐ যে মাঝি মাল্লা,
তাদের হকে আঘাত করলে
ঝুঁকবে পাপের পাল্লা।
রক্ত ঘামে আয়ের টাকা
কেড়ে যত খাবে,
বিধির রোষে সাজা তুমি
কড়াই গুণ্ডায় পাবে।
গরমিল করতে বাসো ভালো
ছয়কে করো বারো,
এখন তুমি থাকবে ভালো
যত পারো মারো।
ঠকাও তুমি যাকে তাকে
দেখে অন্তর্যামী,
পদে পদে গড়বে ফাঁদে
বলে রাখলাম আমি।
হিসাব তোমায় দিতে হবে
আর তো কদিন বাকি,
মহান স্রষ্টায় চাইবে হিসাব
দিবে কেমনে ফাঁকি?
কোন মন্তব্য নেই