ভারত তোমার ভারত আমার

 


"ভারত তোমার ভারত আমার"

✒ অনীক রায় সমাদ্দার


তোমার ভারত বিরিয়ানি পোলাও 

কব্জি ডুবিয়ে খায় 

আমার ভারত মরে ভুখা পেটে 

খাবার যে তার নাই । 

তোমার ভারত কনসার্ট হল সাথে আছে তার গিটার
 
আমার ভারত ফুটপাতে সোয় , 

বাড়ি নেই কোনো তার । 

তোমার ভারত সিনেমা দেখে ইউটিউব চ্যানেলে , 

আমার ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে । 

তোমার ভারত বুঝুক না বুঝুক 

বলে চাই চাই যুদ্ধ 

আমার ভারত ভেবেই পায় না 

কিসের জন্য যুদ্ধ । 

তোমার ভারত অঙ্ক করছে ইঞ্চি স্কোয়ার ফুটে 

আমার ভারত বাঁচার আশায় 

রয়েছে বাবুর ফুটে । 

তোমার ভারত ভোটে দাঁড়ায়

 নোট কামাবার চেষ্টা 

আমার ভারত দাঁড়িয়ে দেখছে 

শুকিয়ে যাচ্ছে দেশটা । 

তোমার ভারত বেড়াতে যায় 

সাফারি করে হাতি 

আমার ভারত কাজে ভুল হলে 

খাচ্ছে মালিকের লাথি । 

তোমার ভারত চুল উঠলে 

চিকিত্সা নেই খামতি 

আমার ভারত সঙ্গীহারা 

অসুখে শরীর ভর্তি । 

তোমার ভারত হুমকি দেয় 

আছে পরমাণু অস্ত্র 

আমার ভারত কাপড়টা চায় 

নেই তার কোনো বস্ত্র । 

তোমার ভারত গর্ব করে 

সাধের গণতন্ত্র 

আমার ভারত তাগা তাবিজ 

জপছে হাজারো মন্ত্র ।

তোমার ভারত সাতটা দশক  

দেশ মেরে দেশ লুটছে 

আমার ভারত দিনের শেষে 

এবার হয়তো জাগছে । 

তোমার ভারত জিতুক না জিতুক 

কি যাই আসে তাতে ? 

আমার ভারত ভোরের জন্য 

তৈরি হচ্ছে রাতে ...

আমার ভারত ভোরের জন্য 

তৈরি হচ্ছে রাতে ...

আমার ভারত ভোরের জন্য 

তৈরি হচ্ছে রাতে ....

আমার ভারত ....




কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.