সব পেয়েছির দেশ

 


"সব পেয়েছির দেশ"

✒ উ ন্মা দ 🍁


কেউ আসে, আমাদের অগোছালো জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলে, বিশ্বাস জন্মায়, একটা অভ্যাসে পরিনত হয় আর ঠিক তারপরেই তারা হঠাৎ করেই বদলে যায়, ক্রমে দূরত্ব বাড়ে, কিন্তু মায়া কাটিয়ে বেরিয়ে আসা আর হয়না, ভালো না বেসে থাকা যে যায়না।


সবাই ভালোবাসার বদলে ভালবাসার আশা রাখেনা, সবাই সাহায্যের বদলে সাহায্যের আশা রাখেনা, সবাই অভিমানের বদলে অভিমান ভাঙ্গানোর আশা রাখেনা, সকলে উপহারের বদলে উপহার চায়না। এগুলো তো গেল কোনো না কোনো চেনা সম্পর্কের ছবি, অচেনাদের ক্ষেত্রে আমরা প্রায় সকলেই কমবেশি সম্মানের বদলে সম্মান আশা করি, ব্যাস এটুকুই।


এগুলোর মাঝে আরেকটা সম্পর্ক আছে যেখানে আমরা বন্ধুত্বের বদলে বন্ধুত্বের আশা রাখি, স্রেফ খাঁটি বন্ধুত্ব।
তবে কিছু চেনা সম্পর্ক যেখানে খুব কাছের একজন এমন থাকে যার জন্য নিজের সেরাটা দিয়ে ভালোবাসতে ইচ্ছে করে, তাকে সবসময়ই ভালো রাখতে ইচ্ছে করে, তার মুখের হাসি টুকুই যথেষ্ট, আর কিছু না। কোনোরকম প্রত্যাশা নেই, কোনো খারাপ লাগা মন্দ লাগা নেই, ক্ষনিকের অভিমান থাকলেও আপনা হতে নিজেকে মানিয়ে নিয়ে আবার ব্যাক টু নরম্যাল এ আশা যায়। তাকে খুশি রাখতে অনেক নিচেও নামা যায় আবার সকলের উর্ধ্বে উঠে তার পাশেও দাঁড়ানোও যায়।


কেউ আসে, যার জন্য অনন্ত খুচরো কাজ করা যায়, কাজটাকে একসময় কাজ না মনে হয়ে ভালোবাসা মনে হয়, আর ভালোবাসার কোনো সীমা হয়না, তাই তার জন্য যা কিছু করা সবটাই খুব কম মনে হয়। আর যদি কিছু করার না থাকে তবে পাগলের মতো অসহায় লাগে, নিজেকে হঠাৎ ছোট মনে হতে শুরু করে। এসব কিসের জন্য? ভালোবাসার বদলে ভালবাসার? না! শুধু তার সামান্য মন খারাপেও আমার কথা মনে করানো, এটুকুই...


কারোর জীবনে এমন একজন হ‌ওয়া যার খারাপ সময়ে এক লহমায় আমার কথা মনে করে, হয়তো কিছুই করতে পারবোনা তবু আমাকেই বলবে সব কথা, এমন একজন হ‌ওয়া যে চোখ বুজে বিশ্বাস করতে পারে, শুধুমাত্র কারোর জীবনে এমন একজন হতে চাই আমরা।


এই মিথ্যে কথার শহরে যদি শুধু চাওয়া পাওয়ার হিসেব ভুলে কারোর জীবনে 'সব পেয়েছির দেশে' হতে পারি, তবে মন্দ কি? কিন্তু তারপরও তারা ছেড়ে যায় যখন, ঘৃণা টা জন্মায়না, দূরত্ব বাড়তে বাড়তে হয়তো অচেনাই হয়ে যাই আমরা, তারা মনেও রাখেনা তাদের ব্যস্ততার জীবনে, তবু ভালোবাসি, দূরত্ব কখনও ভালো না বাসার কারণ হয়ে দাঁড়াতে পারেনি। হয়তো পারবেও না...

"আমি উন্মাদ (সুমিত মাজি)। আমি বাংলা সাহিত্যের কিছুই প্রায় জানিনা তবু লিখি টুকটাক। ছোট থেকে ডাইরি লিখতে লিখতে এখন লেখাটাই হবি। আমি লেখক বা কবি নই। আমি তো  সবার মনের কথা বলি।


1 টি মন্তব্য:

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.