একুশ শতকের এক কিশোর


 

"একুশ শতকের এক কিশোর"

✒ অনীক রায় সমাদ্দার



তন্দ্রাময় নির্জন একলা ঘরে

মধ্যরাতে যদি উকি দাও

এক কিশোরের মনে চুপিসারে

দেখতে পাবে লক্ষ সুযোগ

লক্ষ সম্ভাবনা যাতনার মাঝে

যেন চুন খসে পড়া দেওয়ালের

ধুলোমাখা অবশেষের কাছে

দিনের শেষে বিধ্বস্ত 

এক মৃদু আনন্দের হতাশা

জটলা পাকিয়েছে

তবু সেই জটলার কাছে গিয়ে দেখো

একটু ধৈর্য ধরে তার কাছে কিছু শেখো

মনে হবে দীর্ঘদিনের অব্যবহৃত

অবজ্ঞা পূর্ণ চিন্তার এক দেওয়ালের গায়ে

যেন তার কথার প্রতি ঘায়ে ঘায়ে

আঁকিবুকি কেটে ফুটে উঠেছে এক ছবি।

যে ছবিকে তোমরা চেনো।

যে ছবি তোমরাও এঁকেছিলে একদিন

সেই কিশোরের মত তোমরাও ভেবেছিলে ওই যে আর কয়েকটা দিন 

তারপর তারপর কি ??

দিন গুনেছ ??

হা হা সুদিন।

তবুও ছেলেটার দম্ভ আছে

ধীরে ধীরে একটু একটু করে সয়ে সয়ে

এক থেকে দশ হওয়ার গর্ব আছে।

তোমরা যে জগৎটাকে ছ্যাবলামি ফাজলামি উশৃংখলতার জগত নামে চেন

তার মাঝে সে পেয়েছে কয়েক ফোঁটা মুক্তির স্বাদ।

যেন এক মুঠো আকাশ

বুক ভরা বাতাস

আর

আতস কাচের ওপরের এক ফালি রোদ... রোদ্দুর।

শুধু অমলকান্তি নয়।

একুশ শতকের দ্বিতীয় দশকে

ভরা কৈশোরে

প্রত্যেক কিশোরের কৈশোর চায়

রোদ্দুর হয়ে উঠতে।

1 টি মন্তব্য:

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.